মো. সাইফুল ইসলাম(ভোলা জেলা প্রতিনিধি): ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাগো নারী ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের একীভূত সমাজ গঠন ব্যবস্থা ও দুর্যোগ পরিকল্পনা সংস্থার উদ্যোগে বৃহস্প্রতিবার(৭মার্চ) বিকাল ৩ টায় আয়োজিত হয় ঘূর্নিঝড় বিষয়ক একটি নাটক।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম মাস্টার।এছাড়া উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ একীভূত সমাজ ব্যাবস্থা ও দুর্যোগ পরিকল্পনার ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের নির্বাহী ট্রেইনার মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।উক্ত নাটকের মাধ্যমে এলাকার মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় এবং এর কর্মসূচি বিষয়ক তথ্য তুলে ধরে সচেতনতা সৃষ্টি করা হয়।কিভাবে তারা দুর্যোগ মোকাবিলা করতে পারে ও নিজেরাও এবং আশেপাশের মানুষকে সচেতন এবং সকলকে নিয়ে নিরাপদে অবস্থান করতে পারে সে বিষয়ে প্রামাণ্যচিত্র চিত্র তুলে ধরা হয়েছে।উক্ত নাটকের অভিনেত্রী হিসেবে ছিলেন ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।দুর্যোগ বিষয়ক বিভিন্ন প্রস্তুতি অভিনয়েরর মাধ্যমে দেখিয়েছে তারা। নাটক দেখার জন্য বিভিন্ন শ্রেনিপেশার মানুষের ভিড় লক্ষ করা গেছে। অনুষ্ঠান শেষে ইউনিয়নের সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এলাকার চেয়ারম্যান।এর পাশাপাশি আরো বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।পরে নাটকে অভিনীত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউনিয়নের চেয়ারম্যান।