মো. সাইফুল ইসলাম (ভোলা প্রতিনিধি):ভোলা জেলার ভোলা সদর উপজেলায় অবস্থিত ভোলা সরকারি কলেজ।আর এটি ভোলা জেলার মধ্যে সেরাদের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত।কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থী ও অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য সংবর্ধনা স্বরুপ বুধবার(২০ মার্চ) কলেজ প্রাঙ্গনে নবীন বরন আয়োজিত হয়।উক্ত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোড়িত করেন ভোলা জেলা আওয়মী লিগের সাধারন সম্পাদক জনাব,আব্দুল মমিন টুলু।এছাড়া উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব,গোলাম জাকারিয়া এবং ভোলা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন যাদের নিয়ে আয়োজন সেই তরুন নবীন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।উদ্বোধনী হিসেবে প্রধান অতিথি কয়েকজন শিক্ষার্থীর হাতে ফুল তুলে শুভেচ্ছা জানান। পরে তিনি বক্তব্য রাখেন।তার বক্তব্যে তুলে ধরেন এই কলেজকে ঘিরে তার শৈশবের কথা।পরে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশে উপদেশ মূলক কথা বলেন। পরে এক একে বিভিন্ন বক্তারা সেখানে বক্তব্য রাখেন।এছাড়া অনুষ্ঠানটি বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা এসেছেন সেখানে।পরে নবীন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভোলা সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠন প্রত্যয়। এছাড়া বিভিন্ন শিক্ষার্থীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে অনেক আনন্দ,উল্লাস ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেনী ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ২০১৯ এর সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার