নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশের ন্যায়-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রাঙ্গনে ২ দিন ব্যাপী ৪০-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ বৎসর সোনারগাঁয়ে ১২ টি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ষ্টল নির্মাণ করা হয়েছে।
স্টল গুলোতে ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে অত্যাধুনিক ভাবে পরিচিতি লাভ করার লক্ষ্যে তাদের আবিষ্কারকে তুলে ধরেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার এ মেলার উদ্বোধন করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ মেলা ২১ শে মার্চ পর্যন্ত চলবে।