অবশেষে ঘোষণা করা হলো মোহনপুর বন্ধু মহল সমাজ কল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য


ঈমান                 ঐক্য                                  সততা

 

       মোহনপুর বন্ধুমহল সমাজকল্যাণ সংঘ

স্থাপিত :-২০১২ ইং

 

মুদাফর বাজার মোহনপুর মতলব উত্তর চাঁদপুর।

আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর শিক্ষাত ও দারিদ্র্যমুক্ত দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত শক্তিশালী সমাজ গঠন করে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

সম্মানিত উপদেষ্টাবৃন্দ:

শামসুল হক চৌধুরী বাবুল

স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ৭নং মোহনপুর ইউনিয়ন.

হাবিবুর রহমান হাফিজ তপদার।
বাচ্চু তপদার।
হাসেম তপদার।

কাজী শরীফ

নান্নু প্রধান।

আমিনুল ইসলাম আমিন তপদার

মোহাম্মদ ওয়াহিদ মুরাদ প্রধান।

শাজাহান তপদার।

হেলাল উদ্দিন স্বপন তপদার।

মহসিন তপদার।

মিলন তপদার।

আমজাদ হোসেন তপদার

ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম।

কাশেম সরকার

মো ফয়সাল আহমেআহ (নাদিম)

জসিম তপদার।

কবির হোসেন মুদাফর।

শাহ-আলী জুনিয়র উপদেষ্টা

 

 

 

 

 

প্রতিষ্ঠাতা ও মহাসচিব: তানজির আহম্মেদ সানি তপদার

সিনিয়র সদস্য সচিব:ফয়েজ আহমেদ সজীব

সিনিয়র সদস্য সচিব: জসিম উদ্দিন তপদার

সিনিয়র সদস্য সচিব:আরিফ হোসেন তপদার

সহ- সদস্য মহাসচিব: জুয়েল

সহ-সদস্য মহাসচিব: মোফাজ্জল হোসেন প্রধান।

সিনিয়র-সদস্য মহাসচিব: মেহেদী হাসান রাব্বি মিয়াজি

সভাপতি:সাফরিন সরকার সুজন

সিনিয়র-সহ-সভাপতি: জাহিদুল ইসলাম জিতু

সিনিয়র-সহ-সভাপতি: মোজাম্মেল হোসেন

সিনিয়র-সহ-সভাপতি নাজমুল হাসান মামুন

সহ-সভাপতি:আদর আহমেদ অপু,

সহ-সভাপতি: সানবি রহমান শাহীন,
সহ-সভাপতি: সজিব আহমেদ,

সহ-সভাপতি: মো: সাগর হোসেন।

সাধারণ সম্পাদক: আলামিন সরকার আবির
সহ-সাধারণ সম্পাদক: জিলানী বেপারী
সহ-সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান নিলয়।
সহ-সাধারণ সম্পাদক: মো: আলামিন প্রদান
সহ-সাধারণ সম্পাদক: রাজন খান,

সাংগঠনিক সম্পাদক: নিজাম উদ্দিন তপদার (নাহিদ).

সহ-সাংগঠনিক সম্পাদক: মো: হৃদয় ইসলাম হীরা।

সহ-সাংগঠনিক সম্পাদক: নাঈম দেওয়ান।

সহ-সাংগঠনিক সম্পাদক: জাহিদ খান।

প্রচার সম্পাদক: এফ,ডি প্রান্ত সরকার।

সহ-প্রচার সম্পাদক: মো: শাকিল প্রদান

দপ্তর সম্পাদক: ফারাবি ইমরান।

সহ-দপ্তর সম্পাদক: মিনহাজ উদ্দিন বেপারী ।

ধর্ম বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম বাবু তপদার,
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: হৃদয় মোল্লা.

ক্রীড়া সম্পাদক:সাকিব সরকার,
সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল।

অর্থ বিষয়ক সম্পাদক: আরিফ হোসেন,
সহ_অর্থ সম্পাদক: নাজমুল হাসান।

আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: হানজালা সরকার

সহ-আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক:
নাঈম ইসলাম।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:
মাঈনউদ্দিন ইসলাম

সহ_সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আরাফাত রহমান।

সমাজ কল্যাণ সম্পাদক: মোঃআরিফুল ইসলাম সুজন

সহ-সমাজ কল্যাণ সম্পাদক: এস. এ. আরিফ হোসেন

সদস্যবৃন্দ:…………. সদস্য সচিব:

১.আলামিন প্রদান।

২. সেতু তপদার

৩. জসিম উদ্দিন

৪. সিফাত তপদার

৫. শিহাব তপদার

সিনিয়র সদস্য:

১.রাজিব তপদার .
২. সিনিয়র সদস্য:-শাকিল আলম হৃদয়
৩.সদস্য:- বাপ্পি তপদার
৪.সদস্য:- মেহেদী
৫. সদস্য :-রাকিব
৬. সদস্য: মো: বিল্লাল হোসেন ।
৭. সদস্য: মো: শরীফ উদ্দিন।
৮. সদস্য: রুবেল হোসেন।

 

আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে মোহনপুর বন্ধু মহল সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে।

 

এবং মোহনপুর বন্ধু মহল সমাজ কল্যাণ সংঘের সকল নিয়ম সঠিকভাবে মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সকল সদস্যদের প্রতি।

এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব তানজির আহম্মেদ সানি তপদার ।


শপথ:

মোহনপুর বন্ধু মহল সমাজ কল্যাণ সংঘের শপথ বাক্য.

আমি আমিকরিতেছি যে মোহনপুর বন্ধু মহল সমাজ কল্যাণ সংঘের একজন সদস্য হিসেবে অত্র সংগঠনের সকল নিয়ম কানুন বানিয়ে চলিবে। এবং মোহনপুর বন্ধুমহল সমাজকল্যাণ সংঘের উপরোক্ত কথা বাস্তবায়নের জন্য নিজে সর্বদা সচেষ্ট থাকব এবং ধর্মীয় মূল্যবোধ এর মাধ্যমে অত্র সংগঠনের সকল সদস্যদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস ও আস্থা স্থাপনের জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অত্র সংগঠনের অসহায় ত্যাগী কর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!