ভোলায় জনতার হাতে অবশেষে দরা পরল অজুদ মিয়া নামে এক চোর।
মোঃইব্রাহিম খলিল,বিশেষ প্রতিনিধি
অবশেষে জনতার হাতে আটক হলেন ইলিশার আলোচিতো চোর অজুদ মিয়া। কেউ তাকে অদুদ কেউবা চোরা ওয়াদুদ হিসেবে চিনে তাকে। তিনি চুক্তিতে চুরি করতে যান ভিবিন্ন এলাকায়। তার চুরিতে বেশি অভিজ্ঞতা আছে বলে তার দামও ততো বেশি। বিটা মাটির ঘর হলে ৪ থেকে ৬ হাজার টাকা। দালান ভবনে চুরি করতে তাকে দেয়া লাগে ১০ হাজার থেকে ১৬ হাজার টাকা। তবে চুরির মালের উপর একটি কমিশনও পান চোরা অজুদ। ভিবিন্ন এলাকার চোরের টিম তাদের নিজ নিজ এলাকায় চুরি করানোর জন্য তাকে বাড়া করে থাকেন। তিনি ভোলা সদর থেকে উত্তরের মাজকাজির চর, শিতারাম, শ্যামপুর, ক্লোজার, জনতা বাজার, আনন্দ বাজার, ভেদুরিয়া, ইলিশার বাঘের হাট, জাঙ্গালিয়া, রৌদ্রের হাট, শান্তির হাট, তুলা তলি, মিয়ার হাট, ইলিশা জংশন এলাকায়ও চুরির অভিজ্ঞতা রয়েছে। তবে ভোলায় বড় ধরনের চুরি সংঘটিত করলে মাঝে মধ্যে জেলার বাহিরে গিয়ে আন্ত জেলা চোর দলের সাথেও কাজ করতেন এই অজুদ চোরা। তবে কথায় আছে” চোরের দশ দিন আর মাহাজনের একদিন'' সেই কথাই বাস্তবায়ন হলো্ এই অভিজ্ঞ ও ধরাছোঁয়ার বাহিরে থাকা অজুদ চোরের জন্য। গতকাল রাত ৩ ঘটিকার সময় পশ্চিম ইলিশার একটি বাড়ি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরেন ভোলার ঐতিয্য বাহি খান্দানি এই চোর। ধরার পর এলাকার জনগন তাকে গন ধোলায় দিয়েছে এবং পুলিশের কাছে তাকে হস্থান্তর করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার