আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে সোনারগাঁ উপজেলায় জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরন শুরু হবে। প্রথমে সোনারগাঁও পৌরসভা এলাকা থেকে এ কার্ড বিতরন শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলা অন্যান্য ইউনিয়নগুলোতেবিতরন করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে আগামী রবিবার থেকে স্মার্টকার্ড বিতরন শুরু করা হবে। একার্ড আরো আগে বিতরন করার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। প্রাথমিক অবস্থায় সোনারগাঁও পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড থেকে এ কার্ড বিতরন শুরু করা হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বিতরন করা হবে। সোনারগাঁয়ে মোট ভোটার ৩লাখ ৩ হাজার ৮শত ২৮জনের ভোটারের মধ্যে ৩ লাখ ৩ হাজার ১শত জনকে কার্ড বিতরন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার উপস্থিত থেকে স্মাটকার্ড বিতরনের উদ্ধোধন করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার