মিমরাজ ঃ আজ সোনারগাঁও মোগড়াপাড়া স্ট্যান্ডের সিএনজি ও অটো ড্রাইভার নিয়ে বিকাল ০৫.০০ ঘটিকার সময় মোগড়াপাড়া স্ট্যান্ডের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার স্থিরচিত্র। সোনারগাঁওবাসীকে যানজট থেকে স্বস্থি দিতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তায় হকার মুক্ত করে যানজট নিরসনের উদ্যোগ।
এ বিষয়ে পথচারির সাথে কথা বলে জানা যায়,পুলিশের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আমাদের দুর্ভোগ আশা করি খুব দ্রুত কমে যাবে।
এ সম্পর্কে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) আজাদ বলেন, হকারদের কারনে পথচারিদের হাটা-চলায় বিঘ্ন ঘটে।অনেক ভোগান্তির সম্মুখিন হতে হয় জানা ন সাধারনের। রাস্তার জায়গা দখল করে যারা অবৈধ হকার ব্যবসা করছেন তাদের কারনে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও রাস্তার পাশের ফুটপাতগুলোতে এই সব হকারদের কারনে জন সাধারনের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও আমরা এই কার্যক্রম অব্যহত রাখবো।