পাঁচবিবিতে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার
বিপ্লব হোসাইন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ একটি অপারেশনাল দল পাঁচবিবির আটাপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া (উত্তর গোপালপুর) গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম বিটুল (৪৬)। র্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বলেন, গত মঙ্গলবার বিকালে আটাপাড়া রেলগেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ বিটুলকে গ্রেফতার করে ক্যাম্পের সদস্যরা। পরে মাদক আইনে মামলায় তাকে পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার