স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। হাজীগঞ্জ সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে রোববার সকাল ৯ টায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়।
সাদ্রা দরবার শরীফের পীর মাও. আরিফ চৌধুরী কয়েকশ মুসল্লীকে নিয়ে ঈদের জামাতে ইমামতি করেন।
এ সময় হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী মুসল্লীদের সাথে দেশে ডেঙ্গু বিষয়ে আলোকপাত করেন।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে দোয়া করা হয়।
এছাড়া একই দিন উপজেলার সমেশপুর গ্রামসহ ফরিদগঞ্জের মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত সকাল সাড়ে ৯টায় ও ১০ টায় শুরু হয়।
ঈদ ঘিরে বিভিন্ন এলাকায় মেলাও বসেছে। এসব মেলা শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
উল্লেখ্য প্রায় ৮৮ বছর ধরে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাকের অনুসারীরা সৌদিআরবের সাথে মিল রেখে ঈদ ও রোজাসহ ধর্মীয় রীতিনীতি পালন করে আসে।
এছাড়াও মতলব উত্তর চাঁদপুরে র ৭ নং মোহনপুর ইউনিয়নের পাঁচআনি গ্রামে আজ ঈদ অনুষ্ঠিত হয়