প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০১৯, ৬:০৫ অপরাহ্ন
চাঁদপুরে এসিড পানে তিন শিশুর মৃত্যু”।
চাঁদপুরের মতলবে পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর তাদের উদ্ধার করা হয়।
মৃতদের সবাই মাদ্রাসাছাত্র। এদের মধ্যে একজন ওই মজসিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮)। বাকি দুজন হলো- মতলবের উত্তর নুলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৫) এবং নাটশাল গ্রামের কামাল পাটোয়ারির ছেলে ইব্রাহিম (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা তিনজনই জুমার নামাজ পড়তে মসজিদে এসেছিলো। নামাজের পর ইমামের কক্ষ থেকে তাদের দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন আইচ জানান, মরদেহের শরীরে কোনো ধরণের আঘাত বা ক্ষতচিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ঘটনায় আরও জানা যায় মসজিদে মিলাদ পড়ার পর মিষ্টি খাওয়ার পর পানি মনে করে অ্যাসিড খেয়ে ফেলে বাচ্চাগুলো ঘটনার কতটুকু সত্য মিথ্যা এখনো বিস্তারিত জানা যায়নি
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার
সর্বস্বত্ত সংরক্ষিত @ সকালবিডি ২৪ ডট কম । বিনা অনুমতিতে লেখা কপি বেআইনি