শনিবার নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সারা দিন হাজার হাজার এলাকাবাসী, অভিভাবক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের উপস্থিতিতে একটি আকর্ষণীয় ও সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ভোটাররা আনন্দচিত্তে ভোট প্রদান করেছেন। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী মনিরুজ্জামান (জামান) ৫০৮ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন।
এ বিজয়ে তার সমর্থকরা আনন্দে ফেটে পড়ে এবং বিশাল মিছিল নিয়ে সমগ্র এলাকা প্রদক্ষিণ করে। মোট ৯৯১ ভোটের মধ্যে ৭৫৭ ভোট গৃহীত হয়েছে বলে জানান উক্ত নির্বাচনে নিযুক্ত প্রিজাইডিং অফিসার বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকম নুরুল আমিন। উক্ত স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সার্বিক আয়োজনে উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টরা সহ প্রত্যেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার