মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে গজারিয়ায় বালুয়াকান্দি ডা: আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। স্কুল এন্ড কলেজের দুটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ কম্পিউটার , ফিঙ্গার প্রিন্ট মেশিন, নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে অফিসকক্ষে এ চুরি হয়েছে বলে জানা গেছে।
বালুয়াকান্দি ডা: আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.বশির আহম্মেদ জানান, সোমবার গভীর রাতে কে বা কারা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় চোর দুটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ কম্পিউটার ,ফিঙ্গার প্রিন্ট মেশিন, নগদ টাকা ও জরুরি কাগজপত্রও নিয়ে গেছে। এছাড়া তিনটি আলমারী ভেঙে তছনছ করেছে চোরেরা।
গজারিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান মোল্লা বলেন, আমি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখেছি। চুরির ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে মামলা করার পরামর্শ দিয়েছি। বালুয়াকান্দি ডা: আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজের বিদ্যুসায়ী সদস্য মহশিন মিয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এত বড় চুরির ঘটনা মেনে নেয়া যায় না। আমরা চুরির এই ঘটনায় মামলা দায়ের করব।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার