বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাদিপুর ইউনিয়ন জয়ী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাদিপুর ইউনিয়ন জয়ী
সোনারগাঁ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫সেপ্টেম্বর) রবিবার বিকেলে সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়াম মাঠে
সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দল নিয়ে টুনার্মেন্ট শুরু হয়। সেখান থেকে সাদিপুর ইউনিয়ন ও সনমান্দী ইউনিয়নের মধ্যে
ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় সাদিপুর ইউনিয়ন সনমান্দী ইউনিয়ন কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে।
রেফারীর দায়িত্ব পালন করেন,দেলোয়ার হোসেন মিন্টু ও তাকে সহযোগীতা করেন আঃরউফ ও রাসেদুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বপন, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সনমান্দী ইউনিয়ন পরিষদ এর মোমেন সরকার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াছিনুল হাবীব।সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হালিম সরকার, সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু কাউসার আহমেদ ছিলেন, সনমান্দী ইউপির সদস্য হারুনুর রশিদ,বৈদ্যোর বাজার ইউপি সদস্য মোহাম্মদ আলী, উপজেলা প্রশাসন, রাজনিতিক ও বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার