নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে নতুন করে যাত্রা শুরু করলো
ভলান্টিয়ার ফর বাংলাদেশ!
‘জাগো ফাউন্ডেশন’ এর এ অঙ্গসংগঠনটি বাংলাদেশের অন্যতম প্রধান সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি অনেক বছর ধরে মানুষের সেবা করে আসছে।
তাদের উদ্দেশ্য, সেচ্ছাসেবীদের মাধ্যমে নারায়ণগঞ্জের সমস্যাগুলো নিয়ে কাজ করা ও কিছুটা হলেও স্থায়ী সমাধান করার চেষ্টা করা।
ইনোভেটিভ ওয়ার্কশপ এ উপস্থিত ছিলেন
‘জাগো ফাউন্ডেশনের কর্মকর্তা মোসাদ্দেক হোসেন রুবেল ও অবনী।
উনারা বলেন নারায়ণগঞ্জে সামনে ভিবিডি এর কোর কমিটি করে কাজ শুরু করার পরিকল্পনা আছে।
তাদের সহযোগিতায় ছিলেন আরিফিন রওশন হৃদয়,রিদওয়ান আমিন, সারফারাজ সুলতান, সামসুর রহমান, এ কে এম সাইদুজ্জামান , আলিফ , নাহিদ, নূর হোসাইন হীরা, তানিয়া, মিম, রাবেয়া, আলিফ, কামরুল সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার