চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে। জানা গেছে, ১৯৪৮ সালে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালে ১৪ই জানুয়ারি জাতীয়করণ হয়।বর্তমানে এ স্কুলে ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। স্কুলে ১৯ শিক্ষকের মধ্যে কর্মরত রয়েছে মাত্র ৮ জন শিক্ষক। এতে সকল বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানে হিমশিম খাচ্ছে শিক্ষকেরা। প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষকের পর দীর্ঘদিন যাবৎ শূন্য থাকায় একদিকে প্রশাসনিক অবস্থার অবনতি অন্যদিকে ছাত্রদের পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে। শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, এ স্কুলে ভৌত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও শরীরচর্চা বিষয়ের কোন শিক্ষক নেই। এছাড়া বাংলা বিষয়ে দুজনের মধ্যে একজন ও ইংরেজি একজন শিক্ষক না থাকায় নিয়মিত সুষ্ঠভাবে পাঠদান বলতে যা বোঝায় সেটা আমাদের স্কুলে কোনদিনই হয়না। এ ব্যাপারে সরকারি মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ জানান, স্কুলে শিক্ষক সংকটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট একাধিবার জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষকের শূন্যপদ পূরণ করা হয়নি। শীঘ্রই শিক্ষকের পদগুলো পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার