স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ১৯ বছর পর সোনারগাঁ থানা ছাত্রদল কমিটি গঠন নিয়ে চলছে গুঞ্জন, আলোচনা-সমালোচনা।
বর্তমান ও পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পদ প্রত্যাশীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
সাধারণ সম্পাদক পদে অন্যান্যদের মতো প্রার্থী হয়েছেন থানা ছাত্রদলের সিনিয়র নেতা মোজাম্মেল হক।
দীর্ঘ প্রায় এক যুগেরও বেশী সময় ধরে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে কাজ করছেন মোজাম্মেল হক।
একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
থানা ছাত্রদলের অন্যান্য বহু নেতাকর্মীদের ভাষ্যমতে, মোজাম্মেল হকের রয়েছে দীর্ঘ ছাত্র রাজনৈতিক অভিজ্ঞতা।
থানা ছাত্রদলকে আরো সুসংগঠিত করার ক্ষেত্রে এ অভিজ্ঞতাকে কাজে লাগালে কার্যকর ও আরো শক্তিশালী হবে থানা ছাত্রদল।
এ ছাড়াও এ পদের জন্য সম্পূর্ণভাবেই মোজাম্মেল হক যোগ্য দাবীদার।
তৃনমূল পর্যায়ের বহু নেতাকর্মীদের মতে থানা ছাত্রদলের গুরু দায়িত্বে আরো আগেই মোজাম্মেল হক কে দেয়া উচিত ছিলো বলে মনে করেন অনেকেই।
একাধিক সম্পাদক প্রার্থীদের মধ্যে তিনি কেন এ পদের জন্য নিজেকে উপযুক্ত মনে করছেন?
এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন,
আমার জানামতে যতজন থানা ছাত্রদলের সাধারন সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকেই এ পদের জন্য যোগ্য দাবীদার।
প্রত্যেকেই এ পদের জন্য উপযুক্ত।
সেখানে আমি নিজেকেও জড়ালাম, কারন রাজনীতির নিয়মটাই তো এমন।
নিজেকে পরখ করে দেখি, দলের জন্য যতটুকু করেছি ততটুকুতে আমার প্রতি দল সন্তুষ্ট হয়েছে কিনা?
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার