লোকমান হাফিজ (সিলেট বিভাগীয় প্রতিনিধি): সিলেট নগরীর বহুল পরিচিত সেল্ফি ব্রিজ হিসেবে পরিচিত জিতু মিয়া বাড়ির পয়েন্ট থেকে কাজির বাজার ব্রিজের সম্পূর্ণ অংশ পরিষ্কার পরিচ্ছন করে গড়ে তোলার লক্ষ্যে একঝাক স্বপ্নবাজ তারুন্য শুক্রবার বিকাল ৪টায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মানুষকে সচেতন করে তোলার লক্ষে কাজ করে।
চারপাশ পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নবাজ তরুনদের লক্ষ্য হল আগামীর প্রজন্মের জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলা।
বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থা এর আয়োজনে প্রজেক্টটিতে সহযোগিতা করে সিলেট জেলা লিবারেল এসোসিয়েশন এবং বাস্তবায়নে ছিলো সিলেটের একমাত্র পরিচ্ছন্নতা ও সচেতনতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন সিটি।
মাসিক কার্যক্রমের অংশ হিসেবেই এবার পরিচ্ছন্ন হল জিতু মিয়ার বাড়ির পয়েন্ট থেকে কাজির বাজার ব্রিজের সম্পূর্ণ অংশ।
প্রতি মাসের একটি শুক্রবার আমাদের এই পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালিত হবে।
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক কাজে অংশগ্রহন করেন চলো পরিচ্ছন্ন পরিবেশ গড়ির প্রধান সমন্বয়ক ও ক্লিন সিটির প্রধান- নাজিব আহমদ অপু, বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থার সভাপতি ও সিলেট জেলা লিবারেল এসোসিয়েশন এর সভাপতি -কামরুল ইসলাম,ক্লিন সিটির সহকারী প্রধান-১- মোঃ রুমন ক্লিন সিটির সহকারী প্রধান-২- নাফিসা ইফতেখার,ক্লিন সিটির সহকারী প্রধান-৩- আবু বক্কর সিদ্দিক,সিলেট জেলা লিবারেল এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক - আইনুল কামাল মেকি,,বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থা এর সাধারণ সম্পাদক -জুনেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক -জাকির হোসেন রবিন,সিলেট জেলা লিবারেল এসোসিয়েশন এর অর্থ সম্পাদক - আমিনুল ইসলাম, সিলেট জেলা লিবারেল এসোসিয়েশন ছাত্র পরিষদ এর সভাপতি -শাহ আলম আল তাহিদ,সাধারণ সম্পাদক -আকমল হোসেন মেহেদি,সিলেট জেলা লিবারেল এসোসিয়েশন এর যুব পরিষদ সভাপতি -মো পাপলু মিয়া,সাধারণ সম্পাদক -মিসবাহ উদ্দিন ইমন, ক্লিন সিটির দপ্তর সম্পাদক হাফিজুর রহমান পাবেল, অর্থসম্পাদক ১- সুহাত, অর্থসম্পাদক ২-শাহজাহান, মিলাদ,আলামিন,ওমর ফাহিম,বখতিয়ার রাহাত, বৈশাখ রাসেল,সালমান,জলিল,প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার