রিপোর্টারঃ মোঃ ইমন ভূইয়া
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তায় সকাল ৯টা বেজে ৫মিনিটে ঢাকাগামী "মেঘালয় ট্রান্সপোর্ট" নামের একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। জানা যায় যে বাসে ইঞ্জিন গরম হয়ে গিয়ে সেখান থেকে সি.এন.জি ট্যাঙ্ক এ আগুন ধরে গাড়ির টায়ার এ আগুন ধরে যায়। পুরো গাড়ি ধোয়ায় ছেয়ে যায়। ড্রাইভার তাৎক্ষণিক ভাবে গাড়ি থামানোয় যাত্রীরা একে একে বের হয়ে আসে। যাত্রীগণ শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত না হলেও অনেকের বিভিন্ন মালামাল গাড়ির ভিতরে থেকে যায়, যেগুলো আগুনে পুড়ে যায়। এখন পর্যন্ত এতটুকু খবর পাওয়া গিয়েছে, পরবর্তী সংবাদ পাওয়া মাত্র সকালবিডি২৪ডট.কমে জানিয়ে দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার