নিজস্ব প্রতিবেদক:
আগামী ১ নভেম্বর থেকে হল পর্যায়ে শুরু হতে যাচ্ছে৷ আয়োজনে থাকবে নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, আধুনিক সঙ্গীত, একক অভিনয় ও একক নৃত্য৷ বিচারক প্যানেলে দুই জন শিক্ষক সহ একজন ডাকসুর প্রতিনিধি থাকবে৷ ১ তারিখ থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন হল পর্যায়ের আয়োজন সম্পন্ন হবে৷
প্রতিটি বিষয় থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে হল পর্যায়ে বই, ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে পুরষ্কৃত করা হবে এবং প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকারীকে নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে টিএসসির ভেতরের সবুজ প্রাঙ্গণে। চূড়ান্ত ভাবে নির্বাচিত দের নিয়ে গড়ে তোলা হবে ডাকসু সাংস্কৃতিক দল।