নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের নির্বাহী কমিটির ৪৮ তম সাধারণ সভায় বাংলাদেশ স্কাউটস এর বার্ষিক প্রতিবেদনে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৮ এর জন্য মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ ও পরিচর্যা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কাজী জুবায়ের হোসেন, ১২-১৩ শিক্ষাবর্ষের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. জাহিদুল ইসলাম এবং দর্শন বিভাগের মো. জাহানুর ইসলাম এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, ব্যাডেন পাওয়েল যেমনটা চেয়েছিলেন 'পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে একটু সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর', আমরা এটা হৃদয়ে ধারণ করে ২০১৪ সাল থেকে রোভারিংয়ের মাধ্যমে সমাজ পরিবর্তনের কাজে নিজেদের শামিল করেছি। এখনও এই ধারা অব্যাহত রেখেছি, ভবিষ্যতেও রাখবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এই বছর পঞ্চাশেরও অধিকজন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার