মমিনুল ইসলামঃ রাজধানী মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গত ৩০/১০/১৯তাং রোজ বুধবার বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেলে সাড়ে তিনটার দিয়ে এক বেলুন বিক্রেতা আসে বেলুন ও গ্যাস সিলিন্ডার নিয়ে সাইকেলে করে।তার গ্যাসে ফুলানো বেলুন ক্রয় করতে সে স্থানে জরো হয় শিশু বাচ্চা সহ মহিলারা।এক পর্যায়ে তার সাইকেলে থাকা গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ ঘটে।তাত খানিক ঘটনা স্থলে মারা যায় পাঁচ শিশু। আরো জানা যায় এক মহিলার হাত বিকলাঙ্গ হওয়া সহ গুরুতর আহত হয় নারী পুরুষ সহ আরো পনেরো জন।
তার মধ্যে ৪জনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে আবাসিক এলাকার স্থানীয় লোকজন।ঘটনার ইতিমধ্যে সেখানে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার