সোহাগ হোসেন, সাভার থেকেঃ বুধবার মধ্যরাতে সাভারের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক সহ সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্লাবন খান মজলিসকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৪) এর একটি দল । এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র্যাব। প্লাবন খান মজলিস পৌরসভা এলাকার মান্নান মোল্লার ছেলে।
র্যাব-৪ এর উপ পরিদর্শক কাইসার মাতুব্বর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে পৌরসভার সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন ছাত্রলীগ নেতার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার বাসা থেকে পাঁচ’শ পিস ইয়াবা, একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন স্পটে মাদক বিক্রি করে আসছিলো।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার