মিমরাজ হোসেন রাহুল ঃমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকে অবশ্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে,যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।কিভাবে রাজাকাররা দেশে গণহত্যা অগ্নি সংযোগ করেছে।যাদের অবদান আজকের এই স্বাধীন পেয়েছি তাদের অবশ্যই সর্বোচ্চ সম্মানের স্থানে রেখে আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছে।
১৯শে অক্টোবর শনিবার দূপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী,উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,সাবেক এমপি কায়সার হাসনাত,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম সহ আরোও অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার