মিমরাজ হোসেন রাহুলঃ পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানে বিডি ক্লিন সোনারগাঁ এর সাপ্তাহিক ইভেন্ট অনুষ্ঠিত হয় সোনারগাঁ সরকারি কলেজ ক্যাম্পাস। উক্ত পরিচ্ছন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন সোনারগাঁ সরকারি কলেজ এর উদ্ধোধণ করেন সোনারগাঁ সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃআশ্রুফজামান অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজ এর অর্থনীতি ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান জনাবা দিলরুবা আফরোজ সহ অনন্য শিক্ষক ও বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর এডিশনাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম বিজয়,বিডি ক্লিন বন্দর এর উপ সমন্বয়ক অপু রায়হান,বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর ওয়েলকাম মনিটর জয় দত্ত।
অতিথি হিসাবে থেকে জনাব আশ্রুফজামান অপু বিডি ক্লিন সদস্যদের উদেশ্য বলেন এই তারুণ্যের হাত ধরে আমরা পাবো একটি পরিচ্ছন্ন বাংলাদেশ।আপনাদের এই উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই।অবশ্যই আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য।
বিডি ক্লিন সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সোনারগাঁ দায়িত্বরত কামরুজ্জামান রানা, সকাল বিডি ২৪ ডট কম এর চীফ রিপোর্টার মোঃ,মিমরাজ হোসেন, সাইফুল ইসলাম সাইফ,অমিত হাসান মিরাজ, জহিরুল প্রধান,হাসান মামুন,ফায়সাল,এবি রাজু সদস্য ছিলেন ফরহাদ নাহিদ, সাইফুল ইসলাম শীতল, হাসান,রাসিদুল, সম্রাট,শাকিল প্রধান, আল আমিন, সাকিব,আল হাবিব রিদয়,রাকিব সহ প্রায় ৬৫ জন সদস্য সোনারগাঁ সরকারি কলেজ পরিচ্ছন্ন করেন ও ছাত্রছাত্রীদের সচেতন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার