সোহাগ হোসেন, আশুলিয়া ঃ বুধবার দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকা থেকে গলায় ফাঁসি দেয়া অবস্থায় কাজল (২১) নামের এক নারী গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত কাজল জামালপুর জেলার সদর থানার কলতাপাড়া গ্রামের শাফিউলের মেয়ে।
জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়া থানার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার হযরত আলীর বাড়ি থেকে ওই গার্মেন্টস কর্মীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। ওই রাতেই ৯টার দিকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করছে পুলিশ। তবে আত্বহত্যার মুল কারন জানা যায়নি। কাজল স্বামী রমজান আলী সহ দেড় বছরের একটি শিশু সন্তানের সাথে ওই এলাকায় বাসা ভাড়া করে থাকতেন এবং ডিইপিজেড এর নতুন জোনের এলজেট ফ্যাশন লিঃ এ হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কাজলের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে কাজলের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।