জুয়েল তায়িফ(ঢাবি): বিগত দুই বছরের ন্যায় এ বছরেও ৩০০ কিলোমিটার স্কেটিং রাইডের আয়োজন করেছে আয়োজনকারী প্রতিষ্ঠান 'স্কেটিং ৭১'৷ ৮-১০ নভেম্বর, রাইডটি অনুষ্ঠিত হয় কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে যা ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক।
৩০০ কিলোমিটার স্কেটিং বিশ্বের কঠিনতম একটি স্কেটিং যেখানে একজন স্কেটারকে ৩ দিনে ৩০ ঘন্টা কাট অফ সময়ের মধ্যে ৩০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে হয়।
এ বছর ১৭ জন স্কেটারের মধ্য থেকে ৬ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত মূল রাইডে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। অংশগ্রহণকারী ৬ জন হলেন মোঃ জিহাদ হোসেন, মোঃ মোমেন আদনান, সালমান আদনান সানি, লিমন সরকার ও শামীম কাজী।
তারা প্রত্যেকেই ৩০০ কিলোমিটার স্কেটিং রাইড সম্পন্ন করেন।
প্রতিযোগিদের একজন মোঃ জিহাদ হোসেন বলেন, 'এ ধরনের রাইডের উদ্দেশ্য হল তরুণ সমাজকে এ্যাডভেঞ্চারের সাথে পরিচয় করানো ও কক্সবাজারের মেরিন ড্রাইভকে বিশ্বের কাছে তুলে ধরা।'
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার