ঢাবি ক্যাম্পাস প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলে ভবনের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। হলে ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে হঠাৎ উপর থেকে পলেস্তারা খসে নিচে পড়ে। রবিবার (২৪ নভেম্বর) ভোরে হলের সংসদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- ব্যাংকিং এ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের সুবল কিস্কো, ভাষাবিজ্ঞান বিভাগে মাস্টার্স অধ্যয়নরত এডওয়ার্ড সরেন।
জানা যায়, হলে জায়গার সংকলন থাকায় হলের সংসদ ভবনের দ্বিতীয় তলায় একসঙ্গে অধিবাসী ৪০ জন শিক্ষার্থী থাকে। অন্যান্য দিনের মতোই শনিবার দিবাগত রাতে নিত্যদিনের কাজ-কর্ম শেষে ঘুমিয়ে যায় জগন্নাথ হলের সংসদ ভবনের দ্বিতীয় তলার শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঘুমিয়ে গেলে ভোরের দিকে হঠাৎ উপর থেকে পলেস্তারা খসে নিচে দুজন শিক্ষার্থীর পায়ে পড়ে। এতে দুজন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত সুবল কিস্কোকে পরে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিয়ে ওই ভবনে আবাসিক শিক্ষার্থী হিতো চাকমা বলেন, ‘আমরা আদিবাসী শিক্ষার্থীরা হলে জায়গা না থাকার কারণে আমরা ওই ভবনে বসবাস করছি। কিন্তু প্রায় সময়ই পলেস্তারা খসে পড়ে। গতকাল পলেস্তারা খসে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। কিন্তু প্রশাসন দায়সারা বক্তব্য দিয়েছে।
হল প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, ‘আমি এমনটা বলিনি। আমি হলে নতুন আসছি। আমি চেষ্টা করছি সমস্যা সমাধান করতে।’