নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর। এতে সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চের পরিচালক এবং নোবেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইতিমধ্যে ৫২ তম সমাবর্তন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়।৫১তম সমাবর্তনে বক্তা হিসেবে লাইব্রেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ লেমাহ গবায়েই আসার কথা থাকলেও পরবর্তীতে সময়ের স্বল্পতার কারণে তিনি আসতে পারেননি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সমাবর্তন বক্তা হিসেবে নির্ধারণ করা হয়।