বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ।
সংক্ষিপ্ত নাম:- কেএনজিসি।
স্থাপিত:- ১৮৭৪
অবস্থান:- পুরান ঢাকা
প্রতিষ্ঠাতা:- হাজী মুহাম্মদ মহসিন
শিক্ষার্থী :-১৭,০০০+
*বিভাগ সমূহ – ৩টি অনুষদে আইসিটি বিভাগ সহ কবি নজরুল কলেজে বর্তমানে ১৭ টি বিভাগ চালু আছে।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ;
বাংলা,ইংরেজী,অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান ,ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,দর্শন,আরবি সাহিত্য,ইসলাম শিক্ষা
বিজ্ঞান অনুষদ;
পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান,গণিত, ভূগোল ও পরিবেশ
বাণিজ্য অনুষদ;
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা
বি:দ্র: নতুন আরো ৫টি বিভাগ খোলার অনুমোদন পেয়েছে কলেজটি। এগুলো হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট, উন্নয়ন শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স এবং পরিসংখ্যান।
*গ্রন্থাগার :-
শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরী রয়েছে। লাইব্রেরিতে ৪০,০০০+ টি বই ও ২০০০+ টি জার্নাল রয়েছে। লাইব্রেরী থেকে বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।
*পরিবহন ব্যবস্থা :-
কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ২টি ডাবল ড্রেকার বাস রয়েছে।দ্রুতই আরো ২ টি ডাবল ড্রেকার বাস যুক্ত হবে।
*চিকিৎসা ব্যবস্থা:-
চিকিৎসা প্রদানে কলেজ প্রাঙ্গনে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এটি শুধুমাত্র কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত।
*আবাসন ব্যবস্থা :-
মোট ছাত্রাবাস ১ টি
শহীদ শামসুল আলম হল।
ফরাশগঞ্জের মোহিনীমোহন দাস লেনে কলেজ ছাত্রাবাসটি অবস্থিত। স্বাধীনতা সংগ্রামে শহীদ ছাত্র, শামসুল আলমের নামে ছাত্রাবাসটির নামকরণ করা হয়েছে।
*ক্যান্টিন সুবিধা:-
কবি নজরুল কলেজে ক্যান্টিন রয়েছে।সকালের নাস্তা ও দুপুরের খাবার ক্যান্টিনে পাওয়া যায়।সরকারি ছুটি ছাড়া ৮ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকে।
*ক্লাবসমূহ সম্পাদনা:-
কবি নজরুল সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
কবি নজরুল সরকারি কলেজ ডিবেটিং ক্লাব
সহ আরো বিভিন্ন ক্লাব।
*সহ কার্যক্রম:
কবি নজরুল কলেজে রয়েছে বিএনসিসি, রেড ক্রিসেন্ট,রোভার স্কাউট সহ বিভিন্ন কার্যক্রম।
রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ, খেলার মাঠ।
নবীনদের অপেক্ষায় কবি নজরুল কলেজ,
পুরান ঢাকার প্রাণ কেন্দ্রে স্বাগতম।