মমিনুল ইসলামঃ গত ০৯/১১/১৯ইং রোজ শনিবার দিবাগত রাতে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলায় উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আনুমানিক রাত ১টার দিকে বেগম হানুফা জন্ম দেয় এক কন্যা শিশু।
স্থানীয় সূত্রে আশ্রয় কেন্দ্রে অবস্থানকৃত লোকজন থেকে জানা যায় যে বুলবুল ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে গত শনিবার দুপুরে আশ্রয় কেন্দ্রে গর্ভ অবস্থায় অবস্থান করে হানুফা বেগম।সেই দিন রাতে তার প্রচন্ড প্রসব বেদনা উঠে।ততক্ষণে কোনো ডাক্তার খুঁজে না পাওয়ায় সেখানেই কিছু মহিলাদের সহযোগিতায় আনুমানিক রাত ১টার দিকে হানুফা বেগম জন্ম দেয় এক কন্যা সন্তান।
পরে স্থানীয় লোকজনদের আলোচনায় ঘূর্ণিঝড় "বুলবুল" এর সঙ্গে নাম মিলিয়ে নবজাতক কন্যা শিশুর নাম করন করা হয় "বুলবুলি"।
স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় হানুফা মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের বায়েজিদ শিকদারের স্ত্রী।বর্তমানে বায়েজিদ শিকদার সুন্দরবন অবস্থানরত আছে।জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে ২০হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার