ভারতের বাজারে আসছে গোবর ও গোমূত্রের তৈরি সাবান সহ বিভিন্ন প্রকারের প্রসাধনী।
সম্প্রীতি ভারতের মথুরায় "দীন দয়াল ধাম" নামক একটি প্রতিষ্ঠান চালায় আরএসএস। এই প্রতিষ্ঠান গোবর ও গোমূত্র দিয়ে তৈরি প্রায় ৩০টি পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে।
প্রতিষ্ঠানটির সহকারী সচিব মনীশ গুপ্ত বলেন, ‘আমরা গরুর খামার থেকে গোবর ও গোমূত্র সংগ্রহ করছি। যা সাবান ও ত্বকের অন্যান্য প্রসাধনী সামগ্রী তৈরিতে ব্যবহার করা হবে। গোবর ও গোমূত্রই হবে এসব পণ্য তৈরির মূল উপাদান।’ এসব পণ্য অনলাইনেও বিক্রি করা হবে।
এ বিষয়ে আমাজন ইন্ডিয়ার সঙ্গে ইতিমধ্যে চুক্তিও হয়েছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার