আশুলিয়া প্রতিনিধি ঃ রাজধানীর পার্শবর্তী এলাকা আশুলিয়ায় এবার ইয়াবা সহ সুন্দরী তরুনীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃত ইয়াবা সুন্দরীর নাম সানজিদা আক্তার তুলি (২৩)। বৃহষ্পতিবার ভোর রাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যাড এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবা সহ তাকে আটক করে গোয়েন্দারা। আটককৃত সানজিদা আক্তার তুলি একই থানার ডেন্ডাবর এলাকার মামুনের স্ত্রী ও নিরিবিলি এলাকার আব্দুল জলিলের মেয়ে।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা সংলগ্ন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ইয়াবা ব্যবসায়ী সানজিদা আক্তার তুলিকে আটক করা হয়। এ সময় তুলির দেহ তল্লাসি করে তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে সানজিদা আক্তার তুলির মা বকুল বেগম ও ভাই তুহিন সরদারকে বিপুল পরিমান মাদক সহ আটক করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের একটি দল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার