নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল ইং ১৪/১২/২০১৯ তারিখ এসআই আজাদ, এসআই আমিনুল ইসলাম, এসআইহাবিবুর রহমান, এএসআইনাজমুল, এএসআই জাহাঙ্গীর, এএসআই মনির ও সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁ থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার ও কিশোর গ্যাং সোহান ওরফে জঙ্গী সোহান(২২), পিতা- দুলাল, সাং-হাবিবপুর(মাঝিপাড়া), ০২। মো: সানোয়ার (২৮), পিতা মৃত-রহম আলী, সাং-হাবিবপুর, উভয় থানা-সোনারগাও, জেলা-নারায়ণগঞ্জ দ্বয়কে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহান মোগড়াপাড়া এলাকার কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত। গ্রেফতারকৃত জঙ্গী সোহানের বিরুদ্ধে সোনারগাও থানায় ০৬টি ডাকাতি মামলা সহ সর্বমোট ০৮টি মামলা রয়েছে এবং সোনোয়ারের বিরুদ্ধে ০৩টি ডাকাতি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার