আজ ১৩ ই ডিসেম্বর ২০১৯ ইং রোজ শুক্রবার
পশ্চিম সনমান্দী মোহাম্মদায়ী (সা) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসারা উদ্যোগে ৩ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন অনুষ্ঠিত হয়।
সম্মেলন এর সমাপনী দিন উদ্ধোধক ছিলেন জনাব মনিরুজ্জামান মনির , সভাপতি সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ্।
জাহিদ হাসান জিন্নাহ্ বলেন আমরা মুসলমান হিসাবে প্রতিদিন একটা খারাপ কাজ বর্জন করব ও ভালো কাজ বেশী করে করব।
আমাদেরকে মহান রাব্বুল আলামিন, সর্বশ্রেষ্ট নবী জনাব মোহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর ইবাদত করব। নবী করিম (সাঃ) এর সুন্নত পালন করব।
উক্ত সম্মেলন এ সভাপতিত্ব করেন হাজী সৈয়দুল রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থাকেন সাবেক ছাত্রলীগ নেতাজহিরুল ইসলাম খোকন আরো উপস্হিত ছিলেন জনাব মোমেন সরকার,সদস্য সনমান্দী ইউঃপিঃ সদস্য।
আর বিশিষ্ট আলেম -ওলায়ামে কিরামগন গুরুত্বপূর্ন নসিয়ত পেশ করেন ও আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার