নারায়ণগঞ্জ সদর উপজেলার নাসিক ১৭নং ওয়ার্ড ও কাশিপুর ইউনিয়ন অানসার ও ভিডিপি এর উদ্যোগে ‘২টাকায় শীতবস্ত্র’ শিরোনামে শীতবস্ত্র বিতরন করা হলো।
সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষ যেনো এই হাড় কাঁপানো শীতেও কিছুটা উষ্ণতার পরশ পায় এই লক্ষ্যে তারা এই উদ্যোগ টি গ্রহন করেন,
ভিডিপি সদস্যগণ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে মাত্র দুই টাকার বিনিময়ে অব্যবহৃত বস্ত্রগুলো সংগ্রহ করা সহ ব্যক্তিগত উদ্যোগেও সংগ্রহ করেন।
যা পরবর্তীতে সংগৃহিত বস্ত্রগুলো বাছাই ও প্যাকেজিং এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌছালো।
নাসিক ১৭নং ওয়ার্ড টিডিপি দলনেতা মোহাম্মদ নাহিদ বলেন, ‘অামরা মানুষ হিসেবে চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে।
সমাজের যারা ভালো অবস্থানে অাছেন তারাও যেনো এধরনের ভালো কাজে অারো এগিয়ে অাসেন এ প্রত্যাশাই করি।’
কাশিপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ তাওলাদ হেসেন বলেন, ‘অামরা নামকরণের ক্ষেত্রে একটু ভিন্নতা অবলম্বন করেছি।
যেনো মানুষ সরাসরি মানুষের উপকারে না অাসলেও অন্তত সুবিধাবঞ্চিত মানুষের কষ্টের অনূভূতি সামান্য উপলব্ধি করতে পারে সাথে ভবিষ্যৎ প্রজন্মও যেনো সমাজের এধরনের কাজে উৎসাহী হয়।
তবে সাহায্যকারী ব্যক্তিসহ স্কুল প্রধানদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন।’
নারায়ণগঞ্জ এ ৪ টি স্থানে প্রায় পনের শত পিস পোশাক বিতরণ করেন ফুটপাথে শীতে কাতর হয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের, অনেক পরিবার কে,
শহরের চাঁনমারি বস্তি,
চাষাঢ়া রেলওয়ে স্টেশন,
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চঘাটে।
এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড টিডিপি দলনেতা মোহাম্মদ নাহিদ,কাশিপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ তাওলাদ হোসেন,১৬ নং ওয়ার্ড এর সদস্যা খাদিজা আক্তার ভাবনা,
হুমায়ুন কবির মৃধা, গোলাম মোস্তফা, রাশেদ খান, রাজু দাস,আনোয়ার হোসেন,রাকিব সেচ্ছাসেবী সমাজ সেবক,,
এছাড়াও বিভিন্ন ভাবে সহযোগিতায় ছিলেন আনসার ভিডিপির সদস্য-সদস্যা নিঝুম রানি,মাহমুদা পান্না,তমা রানি দাস,আকাশ দাস,আসিফ, রত্না আক্তার, মুন, সায়মন, সাগর সহ অন্যান সদস্যবৃন্দ ।