নিজস্ব প্রতিনিধিঃ
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন হাজারো গ্র্যাজুয়েটের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
সমাবর্তন অনুষ্ঠানের বিভিন্ন সেশন উপভোগ করেছেন ঢাবি উপাচার্য। এসময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। এর আগে বুধবার চার দিনের সরকারি সফরে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি।
নেপালের প্রধানমন্ত্রী এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেপি শর্মা অলি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। উপাচার্য অধ্যাপক ড. ধর্ম কে বাসকোটা, নেপালের শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্যরাও বক্তব্য রাখেন।
ঢাবি উপাচার্যের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার