মমিনুল ইসলামঃ
০৯-১২-১৯ইং তারিখ রোজ সোমবার বেলা দশটা থেকে শুরু হয় এই উদ্ধার অভিযান।
অনেক দিন ধরেই চিটাগাংরোডে ঢাকা টু চিটাগাং হাইওয়ের অবৈধ সরকারি জায়গায় স্থাপিত ছিল অনেক দোকানপাট।
আগে অনেক বার পুলিশী সহযোগীতায় তাদেরকে উঠিয়ে দেয়া হয়েছে। উঠিয়ে দেয়ার কিছু দিন পরপরেই আবার নতুন দোকান নির্মাণ করতো দোকানিরা।
রাস্তার পাশে অবৈধ দোকান সড়ানোর ফলে রাস্তার চলাচলের উপকার হলেও অনেক ক্ষতির পূরণ দিতে হচ্ছে সব দোকানিদের।
অত্র দিন সকাল ১০টার দিকে কোনো নোটিশ বা নির্দেশনা ছাড়াই দোকানপাট ভাঙ্গা শুরু করে সিটি কর্পোরেশন এর লোকেরা।
সেখানকার দোকানিরা জানান বিনা নোটিশে তাদের সব কিছু ভেঙে ফেলা হয়েছে।
তাদের কে কিছু সময় দেয়া হলে তারা অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখ থেকে বেচে যেত বলে দাবী করেন তারা।
চলাচলের জন্য উপকার হলেও ক্ষতির হয়েছে সাধারণ দোকানিদের। চোখের সামনে তাদের আয়ের পথ ভেঙে চুরমার হয়ে গেছে। উক্ত ঘটনায় সব দোকানিরা শোকাহত। অনেকে শোক মেনে নিতে না পারায় বেহুঁশ হয়ে পরেন আবার অনেকে অঝোর কান্নায় ঢলে পরেন।
উদ্ধার অভিযান শেষে উদ্ধারকৃত যান চলাচলের রাস্তা খুলে দেন সিটি কর্পোরেশনের লোকেরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার