ট্রাভেল রিপোর্টারঃ
নির্দিষ্ট কোনো দিবস কিংবা দিবস ছাড়া, কখনো ঘটা করে কিংবা কখনো কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই আমরা প্রায় সকলেই নিজেদের প্রিয় মানুষগুলোকে নিয়ে মাঝে মাঝে বাইরের খাবারের মধ্যে প্রাণ হাতরে বের করার চেষ্টা করি।
সাধ এবং সাধ্যের সমন্বয় করে খুশি থাকতে চাই নিজে, খুশি রাখতে চাই প্রিয় মানুষগুলোকেও।
কিন্তু অনেকসময়ই সাধের সাথে সাধ্যের গরমিল বেধে যায়।
কিংবা রোমাঞ্চকর সময়গুলোও একঘেয়ে হয়ে যায় সুস্বাদযুক্ত খাবারের অভাবে।
আর যারা চাচ্ছেন এই সাধ এবং সাধ্যের সাথে সমন্বয়সাধন করে সর্বোচ্চ গুণগত মানসম্মত ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা তাদের জন্য বেস
্ট একটি সাজেশন হতে পারে "একুশে রেস্তোরা "
ঢাকার কয়েক কিলোমিটার অদুরেই ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডের আফির উদ্দিন পাইকারী মার্কেটের "একুশে রেস্তোরা" হতে পারে আপনার জন্য, আপনার প্রিয়জনের জন্য কাঙখিত মানের খাবারের বিশ্বস্ত ঠিকানা।
"একুশে রেস্তোরা" তে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত সব রকমের সেবাই পাওয়া যায়।
খাবারের তালিকায় রয়েছে চমকপ্রদ সব বাংলা, চাইনিজ, ফুস্টফুড এর সব আইটেম।
সকালের নাস্তা এবং ১০ থেকে রাএ ১১ টা পযন্ত পাচ্ছেন বাংলা, চাইনিজ ও ফাস্টফুড খাবারের মজাদার সব আইটেম।
প্রতিদিন সকাল ১১.৩০ টা থেকে রাত ১০.৩০ টার মধ্যে যে কোনো এক ফাকে, প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতে পারেন একুশে রেস্তোরাতে।
খাবার, পরিবেশ, ও স্বাচ্ছন্দ্যতায় আকৃষ্ট হবেন।
আপনি যদি হয়ে থাকেন কোনো শিক্ষার্থী, তবে পাচ্ছেন সব খাবারের নির্ধারিত মূল্যে ৫% ডিসকাউন্ট।
এছাড়াও বিশেষ ছাড় পাবেন, সকালবিডি২৪ এর একজন নিয়মিত পাঠক হিসেবেও।
কাজেই প্রিয়জনকে সর্বোচ্চ উন্নতমানের সুস্বাদযুক্ত ও সেরা খাবারটি উপহার করতে কিংবা কিছু প্রিয় মুহুর্তকে খাবারের টেবিলে আবদ্ধ করতে যে কোনো সময় চলে আসুন চিটাগাংরোড একুশে রেস্তোরায়।
রেস্তোরার ঠিকানাঃ আফির উদ্দিন পাইকারী মার্কেট, সুগন্ধ্যা হাসপাতাল সংলগ্ন, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার