ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বীরমুক্তিযোদ্ধা লাঞ্চিত ঘটনার ফেইসবুক পোষ্ট শেয়ার করায় উপজেলা চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আবুল কালাম আজাদের অনুসারীদের স্বশস্ত্র হামলায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ছাত্রলীগ নেতা। সোমবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজার বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মিশ্রপ্রক্রিয়ার সৃষ্টি হয়েছে সচেতন মহলে।
আহত ছাত্রলীগ নেতার নাম মো: হুমায়ন কবীর(৩০)। তিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক।
আহত ছাত্রলীগ নেতা জানান, গত ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদারকে লাঞ্চিত করেন ভালুকায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেন ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা। পরে ঐ স্ট্যাটাসটি নিজের আইডিতে শেয়ার করেন মো: হুমায়ন কবীর। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে তাঁর অনুগত ইমরান, মানিক, নাজমুল, আবীরের নেতৃত্বে একদল স্বশস্ত্র ক্যাডার হামলা করে হুমায়নকে মারাত্মক আহত করে। বর্তমানে আহত হুমায়ন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
অভিযোগ রয়েছে, বিগত কিছুদিন আগে একটি খেলার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অতিথি না করায় মুঠোফোনে হুমায়ন কবীরকে জানে মেরে ফেলার হুমকি দেন।
এবিষয়ে ভালুকা থানার ওসি মাঈন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
তবে অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করেও তাঁর বক্তব্য জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার