সাইফুল ইসলামঃ এই কনকনে শীতে সবাই চায় একটু গরম কাপড় গায়ে জড়িয়ে আরাম করে ঘুমাতে, কিন্তু যদি প্রয়োজনীয় সেই গরম কাপড় ই না থাকে তাহলে আরামের ঘুম ও হারাম হয়ে যায়। এই শীতজনিত সমস্যা সবচেয়ে বেশী ভোগায় দরিদ্র, পথশিশু ও রাস্তায় থাকা মানুষদের। তাদের এই কষ্টের কথা চিন্তা করে পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন বাংলাদেশ (প দ ফ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সদস্যদের নিয়ে রাস্তায় ঘুরে পথশিশু, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল বিতরণ করে। ২০ ডিসেম্বর ২০১৯ রোজ শুক্রবার রাত ৯:১৫ মিনিট এ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর সোনারগাঁ , মোগড়াপাড়া এলাকা থেকে একটি বাস নিয়ে তারা সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন অলিগলি ঘুরে রাস্তায় পড়ে থাকা পথশিশুদের মাঝে শীতের কম্বল বিতরন করে। তারা সকলের কাছে আহবান করে যে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান এ থেকে পথশিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার