আশিকুজ্জামান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আলী হায়দার চৌধুরীর সহায়তায় গোয়াল ঘর থেকে বৃদ্ধা হাজেরা খাতুনের (৮০) ঠায় হলো বসত ঘরে।
রোববার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে গিয়ে পুলিশ কর্মকর্তা অসহায় হাজেরার পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেন।
জানা গেছে, উপজেলার উথুরী গ্রামের বৃদ্ধা হাজেরা খাতুনকে প্রচণ্ড শীতে বসত ঘরে জায়গা না দিয়ে গোয়াল ঘরের ফেলে রাখে ছেলে আবদুস সাত্তার ও পুত্রবধূ রমিজা খাতুন। এবিষয়ে আবু কাওসার নামে এক যুবক থানায় অভিযোগ করলে পুলিশ বৃদ্ধার ছেলে আবদুস সাত্তার ও নাতী উজ্জলকে গফরগাঁও থানায় আটক করে রাখে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধা হাজেরাকে গোয়াল ঘর থেকে ছেলের বসত ঘরে ঠাঁই করে দেন। ছেলে আবদুস ছাত্তার ও পুত্রবধূ রমিজা বেগম তাদের ভুল বুঝতে পেরেছে। তারা কথা দিয়ে আর কখনো বৃদ্ধা মা হাজেরা খাতুনকে সঙ্গে এমন আচরণ করবে না।