কালিয়াকৈর থেকে আশরাফুল সিকদার:-
গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় রবিবার ১টা ৩০ মিনিট এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ,কালিয়াকৈর পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় পরেশ বরর্মনের বাড়িতে গ্যাস
সিলিন্ডার লিকআউট হয়ে প্রথমে আগুনের সূত্রপাতের সৃষ্টি হয়।পরে আগুন চারিদিকে ছড়িয়ে পরলে।স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয় , ফায়ার
সাভির্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আসে। পাশের বাড়ির অন্য বরর্মনের ৫টি এবং পরেশ বরর্মনের
১৬টি মোট ২১ কক্ষ পুড়ে ছাই। এসময় বাড়ির ভাড়াটিয়াদের কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্র,ফ্রিজ,টেলিভিশনসহ শীতবস্ত্র পুড়ে ছাই হয়।বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারকে দেখতে আসেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,প্রকল্প কর্মকর্তা
আব্দুল্লাহ আল মামুন,পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুল ওহাব মিয়া,নব নির্বাচিত সভাপতি সরকার মোশারফ
হোসেন জয়,কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,পূর্বচান্দরা বাজার নব্যবসায়ী সভাপতি আবু সাঈদ প্রমুখ।পরে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে
আগুনে ক্ষতিগস্ত ২১টি পরিবারকে ২টি করে শীতের কম্বল এবং ৩০কেজি করে চাউল ,পৌরসভার থেকে আর্থিক সহযোগিতা,পৌর সভাপতি ২১ হাজার টাকা,বাজার ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ ২১ হাজার টাকা প্রধান করেন। ঘটনার পরের দিন সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় অগিুকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা আওয়ামীলীগ ও পূর্ব চান্দরা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী সিকদার মোশারফ হোসেন, আয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন, শরিফ মন্ডল ,পূর্ব চান্দরা বাজার কমিটি সভাপতি আবু সাইদ ,সোহরাব শেখ , আমজাদ আলী, আব্বাছ আলি,শহিদুল মাস্টার, আব্দুর রহিম, বাদশা মিয়া ,ছানোয়ার হোসেন,আসাদ আলী ,জহিরুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী
সহ আরো অনেকেই।
এ সময় পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আল থেকে জানাযাই যে, অগ্নিকান্ডে ক্ষতির পরিমান এখন পরযন্ত নিরোপন করা সম্বব হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার