নবীনদের আগমনে মুখরিত কবি নজরুল কলেজ ক্যাম্পাস

কেএনজিসি প্রতিনিধিঃ নবীনদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস। চারদিকে ফুলের সৌরভ আর নবীনদের আগমনে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটি বৃক্ষের শাখায় শাখায়। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে বাতাসে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বি ভবন, সি ভবন, শহীদ মিনার, মুক্ত মঞ্চ, ক্যান্টিন ও খেলার মাঠসহ সর্বত্রই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।

কলেজের শহীদ মিনারের সামনে যেতেই দেখা মিলল এক দল নবীন শিক্ষার্থীর।কেউ একসঙ্গে সেলফি তুলছে, কেউবা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। সবার চোখে-মুখে যেন এক অন্যরকম প্রাপ্তির আনন্দ। নতুন ক্যাম্পাসে তারা এসেছে। এজন্য সবার মধ্যে যেন এক ধরনের বাড়তি উত্তেজনা কাজ করছে।

নতুন কলেজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে কয়েকজন নবীন শিক্ষার্থী বলেন, আমাদের মনের আশা পূরণ হয়েছে। স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় আর না হয় সাত কলেজের যেকোন একটি। এ জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কঠোর পরিশ্রমের ফল পেয়ে খুব ভালো লাগছে। ক্যাম্পাসের পরিবেশ ভালোই লাগছে।

২০১৯-২০ সেশনে ভর্তি হওয়া আরো কয়েকজন শিক্ষার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, নতুন নতুন বন্ধুদের সঙ্গে জীবনের নতুন এই অধ্যায়ের শুরুটা বলতে গেলে সত্যিই অনেক চমৎকার। আমরা একেকজন দেশের একেকটা প্রান্ত থেকে এসেছি কিন্তু আমাদের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে ঐক্য আর ভ্রাতৃত্বের যে বন্ধন গড়ে উঠেছে তা আমাদের আগামী দিনের পথচলাকে আরও মসৃণ আর উজ্জ্বল করবে বলেই আশা প্রকাশ করছি।

উল্লেখ্য যে, কবি নজরুল কলেজে স্নাতক শ্রেণির ২০১৯-২০ সেশনে ১৭টি বিভাগে ১ হাজার ৮২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের ১৮ একরের সবুজ ক্যাম্পাসে পথচলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!