কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অন্যতম কবি নজরুল সরকারি কলেজ।আজ ২১ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল কলেজের বিজ্ঞান ও বানিজ্য অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস অনু্ষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়ার পর ৩য় তম ব্যাচ হিসেবে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে ২০১৯-২০সেশনের শিক্ষার্থীদের।
ঐতিহ্যবাহী কবি নজরুল কলেজে মোট ১৭ টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের ভর্তির কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটা বিভাগ নতুন রুপে সেজেছে আজ ফুলে ফুলে। সকাল হতে নতুন রুপে সাজতে শুরু করেছে কবি নজরুল কলেজের প্রতিটি বিভাগ। সবাইকে ফুলের মাধ্যমে বরণ করে নিয়েছে বিভাগীয় শিক্ষকগণ।
নবীনরা উৎফুল্ল চিত্তে আসছে প্রথম ক্লাসের উদ্দেশ্যে। সবার মাঝে নব ক্যাম্পাসের উচ্ছ্বাস বইছে। কবি নজরুল কলেজের সামনে আসতেই সুদর্শন গেইট দেখে কয়েকবার চোখ না বুলিয়ে পারছেনা তারা। প্রতিটি শিক্ষার্থী পরিপাটিরূপে আসছে কবি নজরুল কলেজ ক্যাম্পাসে।
২০১৯-২০ শিক্ষাবর্ষের (স্নাতক ১ম বর্ষ) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো.জাহিদুল বলেন, অনার্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে এসে আমার খুবই ভাল লাগছে। যা সারাজীবন মনে থাকার মতো। তাছাড়া শিক্ষকদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি।
নবীন ছাত্রদের উদ্দেশ্য কবি নজরুল কলেজ অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন কবি নজরুল কলেজ বাংলাদেশের অতিপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।কবি নজরুল কলেজের সুনাম যুগ যুগ ধরে চলে আসছে। আমি আশা করি তোমরাও কবি নজরুল কলেজের এ সুনাম ধরে রাখবে। ন্যায় নীতির সাথে পড়াশোনা করবে।শিক্ষকদের শ্রদ্ধা করবে।
তাছাড়া ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড.খালেদা নাসরীন, অধ্যাপক প্রফেসর আকবর আলী সম্পাদক শিক্ষক পরিষদ কবি নজরুল কলজে,বিজ্ঞান ও বানিজ্য অনুষদের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ প্রমুখ ও অন্যান্য শিক্ষকসহ সকল নবীন শিক্ষার্থীবৃন্দ।