বিএনসিসির সর্বোচ্চ র্যাঙ্ক(পদবি) সিইউও পেলো কবি নজরুলের সার্জেন্ট বাকী-বিল্লাহ।

ক্যাম্পাস প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সর্বোচ্চ র্যাঙ্ক সিইউও (ক্যাডেট অান্ডার অফিসার)
পেলেন ২ নং রমনা রেজিমেন্টে কবি নজরুল সরকারি কলেজ এর ক্যাডেট সার্জেন্ট এইচ.এম. বাকী-বিল্লাহ. গতকাল ২১ শে জানুয়ারি(মঙ্গলবার) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সদর দপ্তরে এ র্যাঙ্ক পরিধান করানো হয়.সিইউও র্যাঙ্ক পরিয়ে দেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ল্যাপ: কর্নেল খালেদ মাহমুদ তারেক (জি+) ও ব্যাটালিয়ন এ্যার্ডজুট্যান্ট মেজর কাউছার জাহান অাকন্দ.র্যাঙ্ক প্রদান অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন ৫নং রমনার এ্যার্ডজুট্যান্ট মেজর অাব্দুস সামাদ প্রমুখ.
ক্যাডেট সার্জেন্ট এইচ.এম. বাকী-বিল্লাহ এর পদোন্নতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর অাই কে সেলিম উল্যাহ খোন্দকার বলেন তার এ প্রাপ্তিতে অামরা সকলেই অানন্দিত,তার এ প্রাপ্তিতে অন্যান্য ক্যাডেটরা সমাজ সেবা মূলক সহ শিক্ষা কার্যক্রমে উৎসাহিত হবে. উপাধ্যক্ষ ডা.খালেদা নাছরিন এবং পিইউও জনাব মো:তাইমুর হোসেন ও পিইউও জনাবা বদরুন্নাহার সহ অন্যান্য শিক্ষক -শিক্ষার্থীরা তাকে অভিনন্দন ও শুভ কামনা জানান.।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!