লোকমান হাফিজঃ মানুষের মর্যাদার প্রথম মাপকাঠি হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষের জীবনকে সুন্দর করে। আলোকিত করে। করে মহিমান্বিত। তাই যারা শিক্ষা দান করেন প্রথমে তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে সম্মান করলে অতি সহজেই জীবনকে আলোকিত করা যাবে। হাজী সিকন্দর আলী ফাউন্ডেশন কর্তৃক গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে ২০১৯ সালে অনুষ্ঠিত পিইসি/ইবতেদায়ী ও জেএসসি/জেডিসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের মধ্যে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী প্রফেসর মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার দুপুর দুই ঘটিকার সময় স্হানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ছড়াকার নজমুল হক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য ছড়াকার লোকমান হাফিজ।
হাজী সিকন্দর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা বশির উদ্দিন তার বক্তব্যে বলেন, আজকের কাজ আজকেই করতে হবে। সোনামনিরা তোমরা প্রতিদিন তোমাদের কাজ করে ঘুমাতে যাবে। আজকে এখানেই তোমাদের যাত্রা শেষ নয়, তোমাদের যাত্রা অনেক দূরে। তোমাদের জীবন আরো সুন্দর হোক,তোমরা তোমাদের আলোয় আলোকিত করো নিজের ঘর এবং দেশবাসীকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ শাহিন, লালাবাজার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল লতিফ, প্রবীণ আলেম মাওলানা নিজাম উদ্দীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- হাজী সিকন্দর আলী ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক হাফিজ নজমুল ইসলাম হাসান, মাওলানা মছদ্দর আলী,
এ.কে নিউজ মিডিয়ার সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন, ফাউন্ডেশনের সদস্য মাওলানা মোঃ কামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান,
পর্বতপূর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ শিপন, সুন্দ্রগাঁও আব্দুল গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, আব্দুর রহিম মেম্বার। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল হামিদ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভুতি প্রকাশ করেন নুসরাত জাহান।
সংবর্ধিত শিক্ষার্থীরা হচ্ছেন
নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের আরিফুল আমিদ, মোঃ রাজু আহমদ ইমন, তাছমিনা , নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান নাদিয়া, সানজিদা আক্তার, মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিয়ান রহমান সামির, সোমাইয়া আক্তার শারমিন,
বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়মা আক্তার, সুন্দ্রগাঁও আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মাজেদ মিয়া, পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ফাহিম আহমদ, আমিনা বেগম, শাহরিয়ার হোসেন তুহিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত উদ্দিন, ফাউন্ডেশনের সদস্য এনামুল হক চৌধুরী, পিয়াইনগুল জামেয়ার শিক্ষক আনোয়ারুল ইসলাম, মালেক আহমদ সহ সকল স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের নগদ অর্থ পুরষ্কার বই ও সনদপত্র বিতরণ করা হয়।