মিমরাজ হোসেনঃ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ও নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
পহেলা জানুয়ারী ২০২০ বুধবার সকাল ৯টা থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খল ভাবে নতুন বই বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সমিতি সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওমীলীগের উপ কমিটি স্বাস্থ্য ও জনসংখ্যা সদস্য সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই উৎসব উদ্বোধন করেন ।
সনমান্দীতে দিনভর বই উৎসব করলেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।
বই উৎসবে তার সঙ্গে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনির, সোনারগাঁও উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক প্রমূখ।
বই উৎসবে চেয়ারম্যান জিন্নাহ শিক্ষার্থী দের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উদ্যোগে বাংলাদেশে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনটি জাতীয় বই উৎসব হিসেবে পালিত হয়।