মিমরাজঃ
সোনারগাঁও উপজেলার সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০২০ইং পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনমান্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী বেলায়েত হোসেন, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,পরশুরাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার সেলিম, সনমান্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাবেক সভাপতি শাহাবুদ্দীন সরকার,বিদ্যালয়ে পরিচালনা কমিটির সকল সদস্য, ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমূখ।
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন প্রতিটি শিক্ষার্থীকে ভদ্র ও বিনয়ী হতে হবে এবং সুশৃঙ্খল ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।পাশ করার জন্য শুধু লেখাপড়া করলে চলবেনা, সুশিক্ষা অর্জন করে স্কুলের, নিজের মা-বাবা ও দেশের সুনাম বয়ে আনতে হবে। কারণ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য ও শক্তভাবে গড়ে তুলতে হবে।
দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পরীক্ষার্থীদের সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
পরে জাহিদ হাসান জিন্নাহ্ চেয়ারম্যান এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।