কেএনজিসি প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পালিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন কলেজ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১০টায় কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পূজা পালিত হয়।এসময় পূজামণ্ডপ পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
এছাড়া কলেজের শিক্ষকমন্ডলী এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা ছাড়াও এ উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়।সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। তিনি ভক্তদের শিক্ষা ও জ্ঞান দান করেন।
পূজার অনু্ভূতি নিয়ে জানতে চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কবি নজরুল কলেজ শাখার আহবায়ক অর্জুন ভৌমিক বলেন, বিদ্যার দেবী মা সরস্বতী। তিনি(সরস্বতী) আমাদের জ্ঞান দান করেন।পৃথিবীতে শান্তি কল্যাণ কামনা করেন।আমাদের পূজা ভালভাবে পালিত হয়েছে।আমরা খুবই আনন্দিত।
কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রাজিব বাড়ৈ বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র।এখানে আমরা ধর্ম বর্ণে মিলেমিশে বাস করি।ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই।আমরা আনন্দের সাথে পূজা উপভোগ করছি।আমাদের পূজাতে অন্য ধর্মের লোকেরাও দেখতে আসছে।সবাই মিলে পূজা ভালভাবে সম্পন্ন করায় আমি সবাই আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার