নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয় আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের কয়েকটি বুথে সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয় গতকাল বুধবার কিন্তু এখনো পর্যন্ত টিকেট নিয়ে বা খেলা দেখা নিয়ে দর্শকের মধ্যে নেই কোনো আগ্রহ। স্টেডিয়ামের বুথে রয়েছে যথেষ্ট পরিমাণ টিকেট। কিন্তু টিকেট কেনার মানুষ নেই।
অতীতে ক্রিকেট খেলার যতটি ম্যাচ সিলেটে হয়েছে সবগুলো খেলাতে ছিল দর্শকদের ভিড়। টিকেট বুথে থাকত লম্বা লাইন। দর্শকদের থেকে জানা যায়, টিকেট কেনার জন্য পূর্বের রাত থেকেও বুথের সামনে লাইন,মারামারি,ধাক্কাধাক্কি লেগেই থাকত। কিন্তু বিপিএলের মতো এতো বড় একটি খেলা যা নিয়ে অনেক আগ থেকেই দর্শকদের মনে আগ্রহ থাকলেও এখন আর নেই।
সিলেট পর্বে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৬টি ম্যাচ হবে। এসব ম্যাচের তিনটিতেই খেলবে সিলেট থান্ডার। সিলেটের নামে থাকা এই দলের ম্যাচ দেখতে দর্শকরা স্টেডিয়ামমুখী হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার